Jainta flower
- Tammy
- Sep 11, 2019
- 1 min read
শরৎকাল চলছে ! জলে স্থলে হাজারো বাহারী ফুল নিজেদের মতো করে ফুল ফুটিয়ে শরৎকে বরণ করে নিচ্ছে! জলে পদ্ম, শাপলা, ডাঙ্গায় শিউলী, কাশফুল, হাস্নাহেনার মতো ফুলই শুধু শরতের অহঙ্কার হতে পারেনা। আরও কতনা নাম না জানা ফুল শরতের শোভা বর্ধনে শামিল হয়েছে, তার হিসেব কে রাখে! তেমনি একটি ফুল, "ধৈঞ্চা ফুল (জৈন্তা ফুল)" গাড় হলুদ বা বাসন্তী রঙ্গে আপন মহিমায় শরতের শোভা ফুটিয়ে তুলতে উপহার দিচ্ছে ! আমরা এই অনাদরে অবহেলায় বেড়ে উঠা "ধৈঞ্চা ফুল "কে অবহেলা না করে শরতকালীয় ফুলের তালিকায় স্থান দেবো। তাই আজকের এই ছবি তোলা আর আমার আইডিতে প্রকাশ করার লোভ সামাল দিতে ব্যর্থ হলাম। সকল বন্ধুদের আরেকবার শারদীয় শুভেচ্ছা ধৈঞ্চা ফুলের ছোঁয়া মেশানো ভালোবাসা দিয়ে।
Written by Hadi uncle.

Comments